বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, বিশেষ মেডিকেল বোর্ড গঠন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:২২, ৮ নভেম্বর ২০২৪

Google News
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, বিশেষ মেডিকেল বোর্ড গঠন

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর ধরে কারাবন্দি থাকার ফলে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। শ্বাসকষ্ট, কিডনির জটিলতা, মেরুদণ্ডে ব্যথাসহ একাধিক রোগে আক্রান্ত বাবরের জন্য বৃহস্পতিবার (৭ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন ডা. সৈয়দ ফজলুল ইসলাম, ডা. মো. জাহিদুর রহমান ও ডা. খালিদ মাহমুদ মোরশেদ। বোর্ডের সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন। জানা গেছে, বোর্ডটি আগামীকাল শনিবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে বাবরের স্বাস্থ্য পরীক্ষা করবে।

কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাবাস এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বাবরের শারীরিক সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। বর্তমানে তিনি ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস্ট্রিওসোপাজিল রিফ্লাক্স ডিজিজ (জিইডি), ইরিটেবল বাউল সিনড্রোম (আইবিএস), হাইপারটেনশন (এইচপিটি), স্পন্ডিওলাইসিস, পলিপ, আর্থাইটিস ও অস্ট্রিওপ্রোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার কিডনিও মারাত্মক ক্ষতির সম্মুখীন।

বাবরের স্বজনরা অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুতর অসুস্থ হলেও সঠিক চিকিৎসা পাননি এবং দায়সারা চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যায়। 

স্বজনরা আরও জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশসহ কয়েকটি মিথ্যা সাজানো মামলায় শাস্তি দেওয়া হয়েছে। তার মুক্তির দাবিতে নিয়মিত মিছিল সমাবেশ হচ্ছে। শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলায় কারাগারে আটক অধিকাংশ নেতা মুক্তি পেলেও বাবরকে এখনো জেলে আটকে রাখা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের