গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, রাজনীতি কোনো জমিদারি প্রথা নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্য নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে এর নাম রাজনীতি নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।
নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের যে সুফল এ দেশের মানুষ পেয়েছে, সে সুফল পৌঁছে দিতে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। দুই-এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
এর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নূর বলেন, দখলবাজি, চাঁদাবাজি, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়াসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা যা করেছে, এখন বিএনপিও তাই করছে। সম্প্রতি পটুয়াখালীতে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর চিঠিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তাঁকে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আমাদের আন্দোলনের সহযোগী এবং তাদের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া রয়েছে। তাই হামলার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। হয়তো এজন্য ওই চিঠি দেওয়া হয়েছে।