জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী। তারা জনগণকে শুধু দৃশ্যমান উন্নয়ন দেখিয়েছে। পরবর্তী সময়ে কী হতে পারে, সেটা তারা ভাবেনি।
গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত ‘ফ্যাসিবাদ নিয়ে বোঝাপড়া’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক ‘চিন্তক’ সেমিনারটির আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, বিগত বছরগুলোতে যে নির্বাচন দেখেছি, তা কোনো নির্বাচন ছিল না। তা ছিল স্বৈরাচারী ব্যবস্থা। তাছাড়া আমরা যখন দুর্নীতি, গুম, খুন নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলতাম, তখন তারাও স্বীকার করতেন বিষয়গুলো। কিন্তু ব্যবস্থাটা এমন ছিল যে, এর বিরুদ্ধে কারও কিছু বলার ছিল না। কারণ এসব কার্যক্রম একটি স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে আটকে ছিল। আওয়ামী সরকারের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের টাকায় যা উন্নয়ন হয়েছে, তা নিয়ে প্রশ্ন করার সুযোগ ছিল না। কত টাকায় হওয়ার কথা, কত টাকায় হলো– সেটা জানার বা প্রশ্ন করার অধিকার ছিল না আমাদের।
রেডিওটুডে নিউজ/আনাম