বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

১৯৮৯ সালের পর প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৯, ৩০ অক্টোবর ২০২৪

Google News
১৯৮৯ সালের পর প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল দলের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা। প্রায় ৩৫ বছর পর প্রকাশ্যে আসা সংগঠনটি মঙ্গলবার (২৯ অক্টোবর) শাখা ছাত্রশিবির সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মুহিবের যৌথ বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানায়।

বিবৃতিতে ছাত্রশিবির জানায়, গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। হলগুলোতে দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদক বিস্তার রোধে শিবির কাজ করবে বলে বিবৃতিতে জানানো হয়। তারা আরও উল্লেখ করে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, গবেষণামুখী শিক্ষাব্যবস্থা, সুস্থ সংস্কৃতির বিকাশ ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রশিবির কাজ করে যাবে। ছাত্রশিবিরের দাবি, ছাত্র সংসদ কেন্দ্রিক সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন।

বিবৃতিতে ছাত্রশিবির আরও দাবি করে, দীর্ঘদিন ধরে তাদের আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ গোষ্ঠীগুলো মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করেছে। ১৯৮৯ সালের ১৫ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাব এলেও নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। বরং সিদ্ধান্ত হয়েছিল যে এটি বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিষয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৫ বছরের ‘আওয়ামী দুঃশাসনের’ কারণে রাজনীতির সংজ্ঞাই পাল্টে গেছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত রাখার কথা জানায় ছাত্রশিবির। চব্বিশের শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের