বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৬, ৩০ অক্টোবর ২০২৪

Google News
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

তিনি বলেন, সাবেক মন্ত্রী আব্দুস শহীদের অবস্থানের খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিতা জানিয়েছে, তার বাসা থেকে তিন কোটিরও বেশি টাকা, ডলার ও ভারতীয় রুপিসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ। 

জুলাই আন্দোলনে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক এই কৃষিমন্ত্রীর বিরুদ্ধে। মৌলভীবাজার-৪ আসন থেকে ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি কৃষিমন্ত্রীর চেয়ারে বসেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের