সড়ক অবরোধ না করে যানজট নিরসনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "সকলের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে শিক্ষার্থীরা উদ্যানেই তাঁদের সমাবেশ করুন।"
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি জানান, প্রকল্পের কাজ আশানুরূপভাবে এগিয়ে চলেছে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। তবে নির্ধারিত বাজেটের মধ্যে থেকেই প্রকল্প শেষ করতে হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সরকারি কর্মকাণ্ডে ভুল বা দুর্নীতি হলে তা নির্ভয়ে গণমাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ গণমাধ্যমের দায়িত্ব এ বিষয়গুলো তুলে ধরা।
রেডিওটুডে নিউজ/আনাম