চুপ্পুকে সরকার সরাচ্ছে না, কিন্তু দোষ বিএনপির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৮ অক্টোবর) ডিআরইউতে 'অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, ইউনূস সরকার ৮০ দিনেও দেশের জনগণের চাহিদার প্রতিফলন ঘটাতে পারেনি। সংস্কার চলতেই থাকবে, কিন্তু সরকার সব সংস্কার করে নির্বাচন দেবে এমন বললে তারা সংস্কার বোঝে না।
তিনি বলেন, এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এই সরকার ধান্দাবাজ, মতলব বাজ, ক্ষমতা কুক্ষিগত করবে এমনটা আমরা মনে করি না, দেশের জনগণও বিশ্বাস করে না।
মান্না আরও বলেন, বিএনপি ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়ে ভুল করেছিল, তা তারা বুঝতে পেরে সরে এসেছে। এখন একটা যৌক্তিক সময়ের কথা বলছে, এটা ভালো দিক।
তিনি আরও বলেন, এই সরকারের ব্যর্থতা আমরা চাই না। কিন্তু সেটা সরকার যাতে বোঝে সেটা চাইছি। দেশের মানুষের মনের আকুতি মোতাবেক জাতীয় ঐক্য নিয়ে কাজ করেন বলে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।