শনিবার,

২৬ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

শনিবার,

২৬ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

Radio Today News

‘গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায়নি, বিপ্লবের গতি সঠিক পথেই আছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ২৫ অক্টোবর ২০২৪

Google News
‘গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায়নি, বিপ্লবের গতি সঠিক পথেই আছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গণঅভ্যুত্থানের রেশ ফুরিয়ে যায়নি, বিপ্লবের গতি সঠিক পথেই আছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব নাইট অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

এসময় তিনি জানান, ক্রাইম রেট বা অপরাধকে শূন্যের কোটায় নেমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া ১৬ বছরের সব অপরাধ সামনে আনতে ক্রাইম রিপোর্টারদের প্রতি আহবান জানান উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যার বিচার এবার হবে।

এই অনুষ্ঠানে টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন ক্যাটাগরিতে তিনজনকে দেয়া হয় সেরা অপরাধ বিষয়ক প্রতিবেদনের পুরস্কার। এসময় ডিএমপি কমিশনার মাইনুল হাসান, র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের