মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

বঙ্গভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, বিক্ষুব্ধ জনতার ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৮, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৫৯, ২২ অক্টোবর ২০২৪

Google News
বঙ্গভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, বিক্ষুব্ধ জনতার ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে আজ বিকেল থেকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। হঠাৎ করে রাত ৮টা ২০ মিনিটে মাইকে ঘোষণা দিয়ে একদল বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী চেষ্টা করে। পরে বিক্ষোভকারীদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারী। এ ঘটনায় ওই এলাকায় পর্যাপ্ত সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল থেকেই বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর পাশেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিক্ষোভ করতে দেখা যায় আরেক গ্রুপকে।
 
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যায় তারা। সেখানে তারা বঙ্গভবনের সামনের খালি জায়গায় অবস্থান করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। উপায় না পেয়ে বঙ্গভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের