মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: মাহমুদুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ২২ অক্টোবর ২০২৪

Google News
দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: মাহমুদুর রহমান

বিপ্লবের মধ্য দিয়ে এসেও অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে বিপ্লবী রূপ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। অন্তর্বর্তী সরকার বিপ্লবী রূপ নিতে ব্যর্থ হওয়ার কারণে এখনো দেশ পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি।

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ফ্যাদিবাদমুক্ত গণমাধ্যমের দাবিতে এই সাংবাদিক সমাবেশ করছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

তিনি বলেন, অবিলম্বে গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালালমুক্ত করতে হবে। কারণ ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। যেসব সাংবাদিকদের দমন করার জন্য উপর ফ্যাসিবাদী খুনি সরকার মামলা দিয়েছে, অবিলম্বে তাদেরকে সকল মামলা থেকে অব্যাহতি দিতে হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের