বুধবার,

২৩ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

বুধবার,

২৩ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই: হাসনাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১০, ২১ অক্টোবর ২০২৪

Google News
হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই: হাসনাত

সকল রাজনৈতিক দল ও মতের জনগণকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টকে রুখে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার ২১ অক্টোবর তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি বলেছেন হাসিনা তার কাছে কোনো পদত্যাগ পত্র দেননি।

এদিকে সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।’

ভিডিও বার্তায় হাসনাত বলেন, আমরা দেখেছি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আবার পুনর্বাসনের পায়তারা চলছে। এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে আবার জড়ো হওয়ার পায়তারা করছে।

এই সমন্বয়ক বলেন, আপনারা যদি প্রত্যেকটি ঘটনাকে একত্রিত করেন তাহলে দেখতে পাবেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হয়ে ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের