শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

ফ্যাসিবাদকে আবার ফিরে আসতে দেওয়া যাবে না: দুদু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ১৫ অক্টোবর ২০২৪

Google News
ফ্যাসিবাদকে আবার ফিরে আসতে দেওয়া যাবে না: দুদু

 বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিবাদকে আবার ফিরে আসতে দেওয়া যাবে না। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) খালেদা জিয়া, দৈনিক দিনকালের প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন। আলোচনা সভায় শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ নিয়ে বিভিন্ন খেলা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র খেলছে। বিদেশ থেকে খেলছে। দেশের মধ্যে অনেকে খেলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবেনা।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সংস্কার করেন কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না। বাংলাদেশের মানুষ সময় দেয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা নিলে তাদের জন্য ভালো কিছু বয়ে আনে না। আপনারা তিন, ছয়, নয় মাস সময় নেবেন নেন। কিন্তু কীভাবে কী করবেন একটি রোড ম্যাপ প্রকাশ করেন। যাতে আমরা জানতে পারি এই সময়ে কী হচ্ছে।   এই সরকার আমাদের ভালোবাসার সরকার। বিএনপির সমর্থিত সরকার। এই সমর্থন কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন দুদু।  

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের