পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আরও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য কোনো আন্তর্জাতিক চাপ নেই। প্রত্যাবাসনই যে সমাধান, সেটি সবাই বলেছেন।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় তিনি বলেন, সব আন্তর্জাতিক ফোরামকেই জানানো হয়েছে, সংস্কারে প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি এ সরকার থাকবে না। ছয়টি কমিশনের সুপারিশ পাওয়ার পরই রূপরেখা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, শিগগিরিই সব ধরনের ভিসা চালু করা হবে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, পাকিস্তানের সাথে অবশ্যই ভালো সম্পর্ক চায় সরকার, তবে একাত্তরকে বাদ দিয়ে নয়। একাত্তর নিয়ে পাকিস্তান যদি ক্ষমা চাওয়ার সাহস দেখায় তাহলে সম্পর্ক উন্নয়ন অনেক সহজ হবে, তবে না করলে সম্পর্ক আটকে রাখারও কোনো মানে নেই।