শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

Radio Today News

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়: সেলিমা রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৪

Google News
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এ কথা বলেন।

ভারতে বসে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, পোশাক কারখানায় কারা অস্থিরতা করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

সেলিমা রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের যে দলবল ছিল, তারা এখনও লুকিয়ে আছে। তাদের লোকেরা এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে। তাদের এখনও বের করছে না।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেপারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের