বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

গোলাগুলির ঘটনায় কাশিমপুরের কারাগার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৩, ৬ আগস্ট ২০২৪

Google News
গোলাগুলির ঘটনায় কাশিমপুরের কারাগার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

গোলাগুলির ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর থেকে কারাগারের কয়েকটি গেটে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, সকাল ৬টা থেকে কারাগারের ভেতরে তারা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। ধারণা করছেন, কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে ‘বিদ্রোহ’ শুরু করেছেন।
এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছেন কারা কর্তৃকপক্ষ। 

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারে করে শতাধিক সেনাবাহিনীর সদস্য কারাগারের ভেতরে নেমে প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেয়। সকাল ১০টার পর কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে উত্তেজনা থামানোর চেষ্টা করেন। 

কাশিমপুর কারাগারের প্রধান গেটে বন্দিদের স্বজনরা ভিড় করছেন এখনও। তবে কারাগার এলাকায় কয়েকটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের