শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

মির্জা ফখরুল চুক্তি ও সমঝোতার পার্থক্য বোঝেন না: পররাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৫, ৫ জুলাই ২০২৪

Google News
মির্জা ফখরুল চুক্তি ও সমঝোতার পার্থক্য বোঝেন না: পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কোনো চুক্তি হয়নি জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা চুক্তি ও স্মারকের পার্থক্য বোঝে না। এমনকি দলটির মহাসচিব মির্জা ফখরুলও চুক্তি ও সমঝোতার পার্থক্য বোঝেন না।

শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর ড্রিম প্লাস রিসোর্টে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের এখন তারেক ভুতে ধরেছে। সকাল বেলা উঠে দেখে পদ চলে গেছে।

খালেদা জিয়া অসুস্থ্য হলে বিএনপির নেতাকর্মীরা খুশি হন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আলস্য ধরেছে। এমনকি দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশ ঘটেছে। সেখান থেকে দলকে মুক্ত করতে হবে।

দলের সভাপতিমণ্ডলির সদস্য শাহাজান খানের সভাপতিত্বে বর্ধিত সভায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের