রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

রোববার,

৩০ জুন ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

"আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিকদেরও আয়না দেখা দরকার"

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫০, ২৬ জুন ২০২৪

Google News

আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখা আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করাপশন ইজ এ ওয়ে অব লাইফ অ্যাক্রস দি ওয়ার্ল্ড।

 বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।তিনি বলেন, দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে।

 বুধবার (২৬ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি সাটলবাজ সার্ভিস উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী।  

ওবায়দুল কাদের আরো বলেন,  আমি মনে  দুর্নীতির বিরুদ্ধে করি দুদক আছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তিনি এক্ষেত্রে অটল। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে। এবং এখানে সরকার তাদের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ করবে না।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের