বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

Radio Today News

বরিশালে শেখ হাসিনার জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ২৯ ডিসেম্বর ২০২৩

Google News
বরিশালে শেখ হাসিনার জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে যোগ দেওয়া শুরু করেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন।

সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে বঙ্গবন্ধু উদ্যানের এক-তৃতীয়াংশ নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগকর্মী ইউনূস ব্যাপারী বলেন,  সকাল ৬টা থেকেই আমাদের এলাকার শত শত নেতাকর্মী এসেছেন। আমরা দ্বিতীয় দফায় ৮টার দিকে রওয়ানা দিয়ে এসেছি।

সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপর সঞ্চালনা শুরু করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের