সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে: ড. শাহদীন মালিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ নভেম্বর ২০২৩

Google News
সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে: ড. শাহদীন মালিক

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শাহদীন মালিক বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীতে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ আয়োজিত 'আবারো সাজানো নির্বাচন : নাগরিক উৎকণ্ঠা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে ড. শাহদীন মালিক বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রবেশের সময় গেটে আমার গাড়ি থামানো হয়েছে। গাড়িতে সুপ্রিম কোর্টের পরিচয় সংবলিত স্টিকার থাকা সত্ত্বেও আমার গাড়ি থামানো হয়েছে। আমার শরীরে আইনজীবীর কালো গাউন থাকার পরে আমাকে দেখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। আমার জুনিয়র আইনজীবীরা বলছেন নিরাপত্তার নামে তাদের কাগজপত্র পোশাক সব পরীক্ষা করা হয়। এটা শুধু সুপ্রিম কোর্টের অবস্থা নয়। সারাদেশেই একই অবস্থা হয়তো বিজিবি, আনসার, পুলিশ, র‌্যাব এসবের সংখ্যা ১০-১২ লাখের মতো প্রায়। এরশাদ আমলে এতো সংখ্যক ছিল না। এমন পরিস্থিতি ছিল না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকচিত্রী শহিদুল আলম। এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের