ফাইল ছবি
এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ দশটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তাদের বিদায় করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব।
আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত গণসমাবেশে ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা অবিলম্বে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল পালন করেছিল উল্লেখ করে ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না।
একই সময় ফখরুল অভিযোগ করে বলেন, সরকারি দল তাদের সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু পারেনি বরং সব বাধা উপেক্ষা করে জনগণের স্রোত নেমেছে গণসমাবেশে।
রেডিওটুডে নিউজ/এসবি