
হজযাত্রার দ্বিতীয় দিনে ১৩টি ফ্লাইটে সাড়ে পাঁচ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। বুধবার (৩০ এপ্রিল) সকালে থেকে হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজক্যাম্প।
জানা গেছে, এখন পর্যন্ত ৭৭ শতাংশ যাত্রী ভিসা পেয়েছেন। এখনো বাকি রয়েছে প্রায় ২৩ ভাগ। বিমান বাংলাদেশসহ তিনটি বিমান সংস্থা দিনে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে।
তথ্য বলছে, এখন পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে চারটি ফ্লাইট। সবমিলিয়ে ১২টি ফ্লাইটে করে পাঁচ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।
হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নেওয়া নানা উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে।
হজ ক্যাম্পে সকাল থেকেই যাত্রীরা প্রস্তুতি নিতে দেখা গেছে। অভিজ্ঞ হজযাত্রীরা নতুনদের দিচ্ছেন পরামর্শ, সতর্ক করছেন প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে। ফ্লাইটের সময় হয়ে যাওয়া যাত্রীরা ইমিগ্রেশনের কাজ শেষ করে অপেক্ষা করছেন উড়াল দেওয়ার।
অন্যদিকে, যারা পরবর্তী ফ্লাইটে যাবেন তারা কেউ কোরআন তেলাওয়াত করছেন, আবার কেউ দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য।
চলতি বছর হজ পালনে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন যাওয়ার কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম