বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫,

১৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না: ডিএনসিসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৮, ৩০ এপ্রিল ২০২৫

Google News
ঢাকার মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না: ডিএনসিসি

ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত ‘‘ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) মানসম্মত মডেল ও পরীক্ষামূলক নমুনা নির্মাণের বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’’ নির্ধারণ শীর্ষক সভায় প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, “শহরের পাড়া-মহল্লার অলিগলিতে শুধু স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) মানসম্মত মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।”

বুয়েট উদ্ভাবিত রিকশার ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাবুয়েট উদ্ভাবিত রিকশার ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিইপিআরসি ইজিবাইক প্রকল্প নতুন মানসম্মত মডেলের তিন চাকার স্বল্প গতির ই-রিকশার টাইপ অনুমোদন ও রেজিস্ট্রেশনের প্রস্তাব প্রণয়ন করা হয়। এ প্রস্তাব অনুযায়ী পরীক্ষামূলক নমুনা প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল রিকশার একটি নতুন নকশা তৈরি করেছে। তাদের মতে, এই রিকশা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। তবে এটি তৈরিতে বর্তমান ব্যাটারিচালিত রিকশার সমান খরচ পড়তে পারে।

এদিকে ডিএনসিসি জানিয়েছে, তারা নতুন নকশা বা মডেলের রিকশা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেবে। পুরনো নকশার রিকশা পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের