
দলীয় লেজুরবৃত্তি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নামার কথা জানিয়েছেন এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
এনসিপির এই নেতা তার পোস্টে বলেন, ‘শুনলাম, ১৪ জন ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, কুয়েটের ভিসিকে সরানো যাবে না। পোলাপান মরলে সেটা তাদের পছন্দ (চয়েজ)।’
তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়ে থাকে এই ১৪ জন ভিসিসহ কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুলে যাইনি, ২ আগস্টও কতিপয় ভিসি হাসিনার গণভবনে গিয়ে বলেছিলেন- আপনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আরও গুলি করেন।’
হান্নান মাসউদ বলেন, ‘এসব দলকানা ভিসির বিরুদ্ধে অ্যাকশন জরুরি। রাস্তায় নামতে প্রস্তুত।'
উল্লেখ্য, কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আজ বুধবার তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন।