বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

২৪ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

Radio Today News

হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৩, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩৫, ২৩ এপ্রিল ২০২৫

Google News
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল

হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এই মামলাগুলো ছিল হয়রানিমূলক এবং সেগুলো বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, 'ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের ওপর নানাভাবে নিপীড়ন চালানো হয়েছিল। এর একটি বড় কৌশল ছিল মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে আমাদের কাছে মামলা সংক্রান্ত একটি তালিকা দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'সেই তালিকার ভিত্তিতে যেসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে দায়ের করা হয়েছে, সেগুলোর প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও জানান, হেফাজত নেতারা সাংবাদিক ফারাবীর বিষয়েও সহায়তা চেয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, 'ফারাবীর বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। এটর্নি জেনারেল অফিসকে বলা হয়েছে যেন ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।'

পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, 'আপনারা দোয়া করবেন, যেন সব মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যেতে পারি।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের