
জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় সাবেক ১২ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে তিনটি ধাপে এই আবেদন পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB)।
রেড নোটিশের আওতায় যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও অন্যান্য ১০ জন নেতার বিরুদ্ধে দায়ের করা রেড নোটিশ আবেদনে মানবতাবিরোধী অপরাধ–এর অভিযোগ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের কাছে পৃথক আবেদন করা হয়েছে।
এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে:
* জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা ও গণহত্যার অভিযোগে মামলা
* ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হত্যার অভিযোগ
* বিগত ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা আরেকটি মামলা
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, প্রথম মামলার তদন্ত ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে এবং আগামীকাল রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম