
মার্কিন শুল্কের বিষয়ে বাংলাদেশ যে সকল পদক্ষেপ নিচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আগত প্রতিনিধিদের তা জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক সমস্যার বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও জানান, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে মিথ্যা অভিযোগের দায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যেই।
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলাপ আলাপ হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে কোনো আলাপ তিনি করবেন না। কারণ এফওসি সম্পর্কে সচিব কথা বলেছেন। তারও অবস্থান একই। উপদেষ্টার সাথে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে আমনা বালুচের।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়া কর্মীদের ৮০ ভাগ সমস্যা ঢাকা থেকে তৈরি। বাকি ২০ ভাগ সে দেশে গিয়ে সৃষ্টি হয়।