
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন।
তিনি বলেছেন, ‘মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।’
শফিকুল আলম আরও জানান, বাংলাদেশ সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা ও তাদের নিরাপত্তাহানির ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে আহ্বান জানন, ‘সংখ্যালঘু মুসলিম জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মুর্শিদাবাদে নতুন ওয়াক্ফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন এলাকায় এই বিক্ষোভের ফলে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।