শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার

প্রকাশিত: ১৯:৫৫, ১৭ এপ্রিল ২০২৫

Google News
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষই দু-দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বিশেষ করে ৭১ এর অমীমাংসিত বিষয়, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, সরাসরি ফ্লাইট চালু, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দুদেশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, ৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ৭১ এর অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ-পাকিস্তান। খুব শিগগিরই বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পোর্কন্নয়নে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করার উপযুক্ত সময় এখন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের