
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে। মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয় বস্তু চূড়ান্ত করতেই দেশটির সচিব ঢাকা সফরে আসছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে পাকিস্তানের ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ঢাকা সফর করেন। এই হিসাবে এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যে ইসলামাবাদ ব্যাপক গুরুত্ব দিচ্ছে। আসন্ন সফরকে কেন্দ্র করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গত মার্চে ঢাকা সফর করেন। সামনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসার আগে দেশটির পররাষ্ট্র সচিব আসছেন।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। প্রায় ১৫ বছরের বিরতিতে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এক প্রশ্নের জবাবে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি হবে প্রো বাংলাদেশ। আমরা ফরেন পলিসিতে সার্ক (দক্ষিণ এশিয় আঞ্চলিক সংস্থা) পুনরুজ্জীবিত করাকে গুরুত্ব দিব। আমরা এই অঞ্চলের (সার্কভুক্ত) দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাই। আমরা ভারত, পাকিস্তান, নেপালসহ এই অঞ্চলের সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।