
অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। এটা নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্বস্তির এই ঈদযাত্রার পেছনে সরকারের নেওয়া কিছু পদক্ষেপ কাজ করেছে।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর গুলশান জগার্স সোসাইটি আয়োজিত বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠানে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, তিনি বলেন, ‘ঈদে সড়ক, রেলে শৃঙ্খলা আনার জন্য আমরা শ্রমিক সমিতির নেতাদের বলেছি দেশটা আপনার। তাদের বলেছি, জনগণকে সুবিধা দেওয়ার দায়িত্ব শুধু সরকারের নয়, এই দায়িত্ব হচ্ছে আমাদের সবার। তারা সবাই সাড়া দিয়েছেন, এই সাড়া দেওয়ার ফলেই আমরা সফল হয়েছি।’
তিনি বলেন, ‘আমরা পুলিশ, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করছি—সরকার হিসেবে নয়, দেশ হিসেবে কাজ করছি।’
অন্তর্বর্তীকালীন সরকার হয়েও মানুষের সেবার মন-মানসিকতায় কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, ‘এবারের রমজানে নিরবছিন্ন বিদ্যুৎ ছিল এবং দ্রব্যমূলের দাম কম ছিল। রেলযাত্রায় ভোগান্তি ছিল না। ঈদে সময়মতো দূরপাল্লার গাড়িগুলো পৌঁছেছে এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নিরাপদে মানুষ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন-শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। আমরা বোঝাতে চেয়েছি, ইচ্ছা করলে সব কাজই মানুষের দোরগড়ায় সেবা পৌঁছানো যায়।’
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আশা করি, পরবর্তী যে সরকারই আসবে তারা আমাদের মূল্যায়ন করবেন এবং অনুকরণ করে সেবার গতি বলবৎ রাখবেন।’, যোগ করেন জ্বালানি উপদেষ্টা।