
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারের একনায়কতন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে।
সম্প্রতি তুরষ্কে সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে আনাতোলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন। এর মাঝেই সাক্ষাৎকার দেন টিআরটির ওয়ার্ল্ডকে।
সাংবাদিক অ্যান্ড্রু হপসকিনস পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অগ্রগতি কী?
এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছি। এটা আমাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পরিষ্কার— পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।
সংবিধান নতুন করে লেখা হচ্ছে কেন? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি জানান, পুনর্লিখন নয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ চলছে।
তিব্বত ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের ভিসা নিষেধাজ্ঞাতিব্বত ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশের এই মুহূর্তের চ্যালেঞ্জ কি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান অর্থনীতিকে শক্তিশালী করা বড় চ্যালেঞ্জ।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যু কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দেশে ও বিশ্ব দরবারে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।