বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৬ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

Radio Today News

যে বিশেষ দুটি জিনিস এবারের শোভাযাত্রায় সবার আকর্ষণে ছিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩, ১৪ এপ্রিল ২০২৫

Google News
যে বিশেষ দুটি জিনিস এবারের শোভাযাত্রায় সবার আকর্ষণে ছিল

আনন্দ উল্লাসে শেষ হলো এবারের ‘আনন্দ শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় অংশ নেন ভিন্ন জাতিগোষ্ঠীসহ হাজার হাজার মানুষ। শোভাযাত্রায় দৃষ্টি কেড়েছে ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’। উৎসবে অংশ নেয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে।

শোভাযাত্রাটি আজ সোমবার (১৪ এপ্রিল) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়েছে।

প্রতিবারের মতো এবারও রঙ ও উৎসবের আমেজ দেখা গেলেও এবার একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব।

এর আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মুখাবয়ব।

এছাড়া সবার দৃষ্টি কেড়েছে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের