মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫,

২ বৈশাখ ১৪৩২

Radio Today News

শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেয়ার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ এপ্রিল ২০২৫

Google News
শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেয়ার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

আগের সরকারের আমলে যেসব সন্ত্রাসীরা কারাগারে আটক ছিলো তাদেরকে সেসময়েই জামিন দেয়া হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শুধুমাত্র ৫ আগস্টের পর তাদেরকে মুক্তি দেয়া হয়েছে, সেটা তাদের অধিকার।  

রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, তবে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেয়ার ব্যাপারে সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

উপদেষ্টা বলেন, বর্তমানে সারাদেশ থেকে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা আছে ৫০ হাজার থেকে ১ লাখ। এ সরকারের সময় ৭০ শতাংশ মামলা প্রত্যাহার করা হবে। বাকিগুলো রাজনৈতিক সরকার এসে করবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের