শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

মানুষ বলছে, আপনারা আরও ৫ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩২, ১১ এপ্রিল ২০২৫

Google News
মানুষ বলছে, আপনারা আরও ৫ বছর থাকেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি রাস্তায় গেলে শুনি মানুষ আমাদের আরো ৫ বছর থাকতে বলে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের থানাগুলো থেকে হারিয়ে যাওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এগুলো উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। এসময় তিনি প্রশ্ন রাখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আগের চেয়ে ভালো হয়নি?

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো সম্ভাবনা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভানেত্রীসহ অন্যান্যদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি রয়েছে এবং আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দেশের কিছু এলাকায় সাম্প্রতিক ভাঙচুর ও লুটপাট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে কিছু জায়গায় দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এসব কিছু হতেই পারে, তবে আমরা তা প্রতিহত করছি এবং দোষীদের আইনের আওতায় আনছি। ভবিষ্যতেও কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের