শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

সাবেক আইজিপি ময়নুলকে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ১০ এপ্রিল ২০২৫

Google News
সাবেক আইজিপি ময়নুলকে পোল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ পেয়েছেন বলে এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সুবিধাসহ তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করা হয়েছে এবং অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্নের শর্তে তাঁকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।

ময়নুল ইসলামকে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট রাতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে মাত্র সাড়ে তিন মাস পর ২০ নভেম্বর তাঁকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি হিসেবে ২০২৪ সালের ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের