রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

Radio Today News

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১০ এপ্রিল ২০২৫

Google News
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

দেশের আইন-শৃঙ্খলা আগের চেয়ে আরো উন্নতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমাদের থানাগুলোর নিজস্ব অনেক হাতিয়ার হারিয়েছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।’

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের আনার চুক্তি আছে। সেটার আলোকে ফেরত আনার চেষ্টা চলবে।’

সম্প্রতি ইসরায়েলবিরোধী আগ্রাসনের নামে সিলেটে মব সৃষ্টি করে লুটপাট ও ভাঙচুর হয়েছে—বিএনপির এই দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা অনেক কিছুই বলতে পারে।

তবে যারা এসব অপকর্ম করছে, আমরা তাদের আইনের আওতায় এনেছি। কোনোভাবেই যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সে জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

হাওরের কৃষির উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘হাওরসহ সারা দেশে অনেক পতিত জমি পড়ে আছে। আমরা এই জমি চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি।

থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের