
রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হালকা বৈশাখী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও সৃষ্টি হয়েছে স্যাঁতসেঁতে পরিবেশ।
এদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ কালো করে নামে বৃষ্টি। এসময় গুলশান, ভাটারা, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অল্প সময়েই বেশ বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রীরা।
এর আগে দুপুরে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের ৬টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কিছুদিন দেশের সব বিভাগের জন্য অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিল মাসে সাধারণত বৈশাখী বৃষ্টিপাত হয়ে থাকে, যা এ বছরের আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। বৃষ্টির পর ঢাকা শহরের আকাশ মেঘলা থাকলেও কোনো বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।