
বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, চলমান ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন ভোটার যুক্ত হয়েছেন। এছাড়া, নতুন ভোটার হিসেবে ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
ইসি সূত্রে জানানো হয়েছে, মৃত ২১ লাখ ১ হাজার ২৮০ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ পর্যন্ত ১৭ লাখ ৫৪ হাজার ১০২ জন মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে।
নতুন নিবন্ধিত ভোটারদের মধ্যে ২৬ লাখ ১৯ হাজার ৩২৩ জন পুরুষ, ৩১ লাখ ৮৩ হাজার ২১০ জন নারী এবং ৮ হাজার ৫২৫ জন হিজরা ভোটার রয়েছেন। ঢাকায় সবচেয়ে বেশি হিজরা ভোটার নিবন্ধিত হয়েছেন, তার পরেই ময়মনসিংহ জেলা রয়েছে।
ভোটার নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। যেসব নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।
রেডিওটুডে নিউজ/আনাম