বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫,

৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

এক তৃতীয়াংশ দামে ২৫০ ধরনের ওষুধ মিলবে সরকারি ফার্মেসিতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৪, ৮ এপ্রিল ২০২৫

Google News
এক তৃতীয়াংশ দামে ২৫০ ধরনের ওষুধ মিলবে সরকারি ফার্মেসিতে

ওষুধ সিন্ডিকেটের প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফার্মেসিগুলোতে ২৫০ ধরনের ওষুধ পাওয়া যাবে, যা বাজারমূল্যের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ দামে বিক্রি হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই উদ্যোগটি সাধারণ জনগণের জন্য অত্যন্ত উপকারী হবে। সরকারের মূল লক্ষ্য হলো, স্বাস্থ্যসেবার খরচ কমিয়ে জনগণের কাছে তা আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে, এর মাধ্যমে ৮৫ শতাংশ রোগীর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পদক্ষেপ হবে।

তবে, সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ওষুধ চুরি এবং দুর্নীতি প্রতিরোধের জন্য চ্যালেঞ্জ থাকবে। এসব সমস্যা মোকাবিলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করার পরিকল্পনাও রয়েছে, জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের