রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

Radio Today News

রাষ্ট্রপতি পদক পেলেন সেই পুলিশ কনস্টেবল রিয়াদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০১, ৮ এপ্রিল ২০২৫

Google News
রাষ্ট্রপতি পদক পেলেন সেই পুলিশ কনস্টেবল রিয়াদ

লাঠিপেটা না করে কৌশলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা সেই পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ এতে সই করেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে বিষয়টি প্রকাশ করে।

এর আগে রিয়াদ হোসেনের কৌশলী পুলিশিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসিত হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হলো। 

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় লাঠিপেটার অঙ্গভঙ্গি করেন রিয়াদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের সরিয়ে দিতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপর আঘাত করছেন তিনি। কখনও ধাতব খুঁটিতে আঘাত করছেন। লাঠিপেটা করার ভঙ্গি করলেও তিনি কাউকে আঘাত করেননি। আবার আন্দোলনরতরাও সেখান থেকে সরে গেছেন। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, পুলিশিং এমনই হওয়া উচিত। কেউ কেউ তাকে পুরস্কৃত করার প্রস্তাব দেন। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ-সংক্রান্ত ভিডিও পোস্ট শেয়ার করে লেখেন, এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।
 
আন্দোলন দমাতে দেশে পুলিশের মারমুখী আচরণের যে নজির সাম্প্রতিক অতীতে দেখা গেছে, তার বিপরীতে রিয়াদ হোসেন অনন্য উদাহরণ তৈরি করেছেন। একপর্যায়ে তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসিত এই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এর আগে প্রতি বছরের পুলিশ সপ্তাহে পদক (পিপিএম ও বিপিএম) দেওয়া হত। তবে অন্তর্বর্তী সরকারের সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিচ্ছিন্নভাবে এ পদক দেওয়া হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের