সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

Radio Today News

এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩১, ৭ এপ্রিল ২০২৫

Google News
এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা

ইলিশের বাড়তি উৎপাদনের লক্ষ্যে এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। এসময়ে সবধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জানিয়েছেন, পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার অপসংস্কৃতি বন্ধ করা উচিত। কেননা, এটা বাঙ্গালির সংস্কৃতি নয়। বলেন, প্রবাসীদের জন্য প্রথমবারের মতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। 

ঘোষিত জাটকা সপ্তাহে দেশের ২০ জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী।

এছাড়া পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে মঙ্গলবার বরিশালে। এছাড়া আইন সংশোধন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলেদের এই সময়ে ভিজিএফের চাল বিতরণের কর্মসূচিও রয়েছে সরকারের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের