মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৫ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫,

২৫ চৈত্র ১৪৩১

Radio Today News

এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ৬ এপ্রিল ২০২৫

Google News
এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ

তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এপ্রিল মাসে প্রতি কেজিতে ১ পয়সা কমা‌নো হয়েছে। এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। গত মাসেও একই দাম ছিল। 

রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হয়।

বিইআরসি চেয়ারম্যান বলেন, বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০ টাকা ৮০ পয়সা, যা গত মার্চ মাসে ছিল ১২০ টাকা ৮১ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৪১ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৪৩ পয়সা।

বিইআর‌সি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের