
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার।
বাংলাদেশ এই মূল তালিকা ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে মিয়ানমারকে সরবরাহ করেছিল।
আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনো বাকি রয়েছে, যাদের ছবি ও নাম আরও পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।
এই তথ্য শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ জানান।
এটি প্রথমবারের মতো নিশ্চিত হওয়া একটি তালিকা যা রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।
বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং জানান যে, বাংলাদেশ বিপর্যস্ত জনগণের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।
রেডিওটুডে নিউজ/আনাম