শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

মোদির হাতে নিজের যে ছবি তুলে দিলেন ড. ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ৪ এপ্রিল ২০২৫

Google News
মোদির হাতে নিজের যে ছবি তুলে দিলেন ড. ইউনূস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঁধাই করা একটি ছবি উপহার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান বিমসটেক সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে মোদির হাতে ছবিটি তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস। 

যেখানে দেখা যায়, ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের