
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে সাংরিলা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। চুক্তিটি বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।
গতকাল বুধবার (২ এপ্রিল) অনুষ্ঠিত বিমসটেক পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভায় সদস্য রাষ্ট্রগুলো বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেক (BIMSTEC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম