শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২১ চৈত্র ১৪৩১

Radio Today News

বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯, ৩ এপ্রিল ২০২৫

Google News
বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে সাংরিলা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। চুক্তিটি বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে।

গতকাল বুধবার (২ এপ্রিল) অনুষ্ঠিত বিমসটেক পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভায় সদস্য রাষ্ট্রগুলো বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেক (BIMSTEC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের