শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২০ চৈত্র ১৪৩১

শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫,

২০ চৈত্র ১৪৩১

Radio Today News

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত জানালো পানিসম্পদ মন্ত্রণালয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ৩ এপ্রিল ২০২৫

Google News
বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কত জানালো পানিসম্পদ মন্ত্রণালয়

দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশের নদনদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় কমিশনারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে প্রতিটি নদীর নাম, অবস্থান, উৎস ও পতন মুখ, দৈর্ঘ্য এবং স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সব বিভাগীয় কমিশনারের পাঠানো তালিকা পুনরায় যাচাই-বাছাই করে হালনাগাদ করা হয়েছে। খসড়া তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, তালিকা সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্যসহ আগামী ৭ এপ্রিলের মধ্যে ইমেইল বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) মতামত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের