
চীন সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে যে মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার এই কথাটি অত্যন্ত সৎ উদ্দেশ্যপ্রণোদিত। তার যে মন্তব্য তা নতুন কিছু নয়।
ড. খলিলুর রহমান বলেন, ‘কানেক্টিভিটি এ অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে এক্সেস পাওয়া খুব কঠিন। তবে আমরা কাউকে জোর করে কানেক্টিভিটি চাপিয়ে দেব না।’ তিনি আরও বলেন, ‘এটা অত্যন্ত সৎ উদ্দেশ্যপ্রণোদিত কথা। যদি কেউ কানেক্টিভিটি গ্রহণ করে, তা ভালো, না নিলে কিছু করার নেই।’
ভারতের বিভিন্ন মহল থেকে এই মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে। এ নিয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা শুধুমাত্র সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী। যদি কেউ নেয়, সেটা ভালো, না নিলে সেটা তাদের সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের বক্তব্য প্রধান উপদেষ্টা এই প্রথমবার দেননি। তিনি ২০১২ সালেও এমনই কিছু মন্তব্য করেছিলেন।’
তিনি বলেন, ‘এর চেয়ে একটু এগিয়ে গিয়ে ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা এবং তিনি এ প্রসঙ্গে একটা একক অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেছিলেন, যেটাকে বিগ বে ইনেশিয়েটিভ বলে গণ্য করা হয়।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।