
মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফার জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী, চিকিৎসক ও উদ্ধারকারী দল নিয়ে দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে তিন পরিবহন বিমান।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনী এ কে খন্দকার ঘাঁটি থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান ও সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান ৫৫ সদস্য নিয়ে বেলা ২টায় মিয়ানমারের নেপিডোতে পৌঁছেছে।
৫৫ সদস্য বিশিষ্ট সহায়তাকারী দলের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ২১ সদস্য, নৌবাহিনী ২ সদস্য, বিমানবাহিনীর ১ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্য ও ২১ জনের মেডিকেল টিম (সেনাবাহিনীর ১০ জন, নৌবাহিনীর ১ জন, বিমানবাহিনীর ২ জন এবং অসামরিক ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স)।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ পাঠানো ১৫ টন ত্রাণ সহায়তার মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী রয়েছে।
এর আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ফলশ্রুতিতে গত ৩০ মার্চ বাংলাদেশ বিমান বাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুন, মিয়ানমারের গমন করে এবং ত্রাণসামগ্রী হস্তান্তর করে একইদিনে বিমান দুটি বাংলাদেশে নিরাপদে ফিরে আসে।