
জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৪৫ জনের পরিবার ও ৫ হাজার ৫৯৬ জন আহতকে মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা টাকা আহত ব্যক্তিদের মাঝে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি জানান, সরকার থেকে পাওয়া ১০০ কোটি ও বেসরকারি খাত থেকে পাওয়া ১০ কোটি টাকার তহবিল প্রায় শেষ দিকে। নতুন করে তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আহ্বান জানানো হবে বলে জানান মীর মাহবুবুর রহমান।
এ সময় প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান, আহত না হয়েও অনেকে প্রতারণা করছেন। ভুয়া প্রমাণাদি নিয়ে এমআইএস সম্পন্ন করছে। এতে জটিলতা দেখা দিচ্ছে। এমন কাণ্ডে জড়িত এখন পর্যন্ত ৪ জনকে আইনে সোপর্দ করেছে জুলাই ফাউন্ডেশন।
এদিকে অনেক নিহতের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণেও সহায়তা কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা জানান, ঈদে সকল শহীদ পরিবারের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে।
রেডিওটুডে নিউজ/আনাম