সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

বাংলাদেশি আম-কাঁঠালের প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪১, ২৮ মার্চ ২০২৫

Google News
বাংলাদেশি আম-কাঁঠালের প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

দ্বিপাক্ষিক এই বৈঠককে অত্যন্ত সফল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশি আম-কাঁঠালের প্রশংসা করেছেন। এছাড়া শি জিন পিং ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক বিষয়ে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা জানিয়েছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে তিনিও বর্তমানে চীনে রয়েছেন।

ইংরেজিতে দেয়া ওই স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আলোচনাগুলো ব্যাপক, ফলপ্রসূ এবং গঠনমূলক ছিল। রাষ্ট্রপতি শি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এটি ছিল অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

শফিকুল আলম আরও লিখেছেন, রাষ্ট্রপতি শি জিন পিং বলেছেন যে চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করবে। তিনি বলেছেন যে চীন বাংলাদেশের উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইতিবাচক বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে চীনা ঋণের সুদের হার হ্রাস এবং জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।

সেই স্ট্যাটাসে শফিকুল আলম আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি শি জিন পিং বলেছেন যে তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি আরও বলেছেন যে তিনি বাংলাদেশি আম এবং কাঁঠাল খেয়েছেন, এগুলো খুবই সুস্বাদু। আগামীতে বাংলাদেশ এই দুটি ফল চীনে ব্যাপকভাবে রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেছেন শি জিন পিং।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের